Donald Trump or Kamala Harris will be the US President? The whole world is waiting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আমেরিকার রাজনীতিতে বর্ণময় চরিত্র ডোনাল্ড ট্রাম্প কি আবার হোয়াইট হাউসের দখল নেবেন? গত ৫ নভেম্বর মিলবে সেই উত্তর। যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান, তবে তাঁর জীবনে নেমে আসতে পারে অন্ধকার। যেতে হতে পারে জেলে। জিতলে অবশ্য তিনিই ‘বাজিগর’।মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে ৬টা নাগাদ আমেরিকায় শুরু হবে ভোটগ্রহণ।
ক্যাপিটল হিলে হামলায় উস্কানি থেকে পর্ন তারকাকে ঘুষ, আয়কর জালিয়াতি, বিচারব্যবস্থার উপর অবৈধ ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার সরকারি কোষাগারে জমা না দেওয়া— আমেরিকার ফেডারেল আদালতে মোট ৩৪টি মামলায় অভিযুক্ত ট্রাম্প।ট্রাম্পের বিরুদ্ধে আনা সব ক’টি অভিযোগই প্রমাণিত! দোষী সাব্যস্ত করা হলেও এখনও পর্যন্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে সাজা শোনানো হয়নি।
৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও গত রবিবার থেকেই আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। শুক্রবার পর্যন্ত সে দেশের প্রায় ছ’কোটি ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমেরিকায় ভোটদাতা নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। তার মধ্যে রয়েছেন লক্ষাধিক বাঙালিও।জানা গিয়েছে, পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার ব্যালট পেপারে থাকছে বাংলা ভাষাও।