Due to a family dispute, the boys tied the old mother to a tree and burned her alive
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধা মাকে গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারল ছেলেরা। গত শনিবার শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে ত্রিপুরায়।ছেলেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনকে জেরা করে মহিলাকে হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বছর দেড়েক আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। তার পর থেকে দুই ছেলের উপরেই নির্ভরশীল ছিলেন ওই বৃদ্ধা। এক ছেলে তাঁর সঙ্গে থাকলেও আর একজন ছেলে আগরতলায় থাকতেন।ঘটনার পর পুলিশ বৃদ্ধার দুই ছেলেকেই গ্রেফতার করেছে। তাঁদের আজ আদালতে তোলা হবে। তদন্তকারীদের ধারণা, পারিবারিক কোনও বিবাদের জেরেই বৃদ্ধাকে এমন নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।
পশ্চিম ত্রিপুরার সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক জিরানিয়া কমলকৃষ্ণ কল পিটিআইকে জানান, শনিবার খুনের ঘটনার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গাছের সঙ্গে বাঁধা বৃদ্ধার ঝলসানো দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে নৃশংস খুন অভিযুক্ত বৃদ্ধার দুই ছেলেকে। তাঁদের জেরা করে হত্যার কারণে জানার চেষ্টা হচ্ছে।