Traffic Sergeant of Calcutta Police was injured on the night of Vishwakarma Puja.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিশ্বকর্মা পুজোর রাতে আক্রান্ত কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট। ফের আক্রান্ত পুলিশ, কর্তব্যরত পুলিশ সার্জেন্টকে বেধড়ক মার।
প্রতিদিনের মতন রাতেরবেলা নাকা চেকিং চালাচ্ছিল পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা। ট্যাংরা অঞ্চলের চায়না টাউন এবং খ্রিস্টপার রোডে নাকা চেকিং চালানোর সময় হঠাৎই ২০ থেকে ৩০ বেধড়ক মারধর করা হয় সার্জেন্ট কৌতুক ঘোষ, এক সিভিক ভলান্টিয়ার সহ একজন কনস্টেবলকে। ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি। জন দুষ্কৃতী চড়া হয় কর্তব্যরত পুলিশকর্মীর ওপর।
গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিজেই ছুটে যান আহত ট্রাফিক সার্জেন্ট। ঘাড়ে, পায়ে এবং মাথায় চোট লেগেছে তাঁর। আহত হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারও। ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতীদের তরফে পুলিশের বাইকে আগুন লাগিয়ে দেওয়ার কথাও বলা হয়, তিনি আরও জানান, নিজের গার্ড এবং কন্ট্রোলকে ফোন করেও কোনো সাহায্য পাওয়া যায়নি।
ঘটনার অনেক পরে ঘটনাস্থলে আসে তপসিয়া থানার পুলিশ। কে বা কারা এই দুষ্কৃতী তাণ্ডব চালাল তার খোঁজে নেমেছে তপসিয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ। ইতিমধ্যে বুবাই হাজরা বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।