You can visit Vidyang Valley once before or after the puja.
মুনমুন রায় ,প্রতিনিধি :ইট, কাঠ, পাথরের জঙ্গল থেকে বেরিয়ে, যদি আপনি প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে এমনই এক অফবিট জায়গার নাম বিদ্যাং ভ্যালি। উত্তরবঙ্গের কালিম্পং থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটি।পাহাড়ে ঘেরা জনপদের মাঝখান দিয়ে চলে গিয়েছে রেলি নদী। এই নদীর স্রোত এবং গতি বেশি না থাকলেও রেলি নদী কিন্তু কোনও অংশে কম সুন্দর নয়। নদীর পাড়ের সৌন্দর্যও অসাধারণ। পাথরের উপর দিয়ে কুলকুল বেগে তার বয়ে চলা দেখতে অসাধারণ লাগে। আর এই বিদ্যাং ভ্যালির আশপাশে রয়েছে ছোট ছোট হোম স্টে।
এখানে পৌঁছতে গেলে প্রথমেই আসতে হবে এনজেপি। সেখান থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে শেয়ারগাড়ি করে কালিম্পংয়ে চলে আসুন। কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছেই সেখান থেকে গাড়িতে পৌঁছে যাওয়া যায় বিদ্যাং ভ্যালিতে। বিদ্যাং ভ্যালিতে পৌঁছতে গেলে পাথুরে রেলি নদীর উপর দিয়ে অনায়াসে চলে যায় গাড়ি। অসাধারণ সে অভিজ্ঞতা। রেলি নদীর পাড়েই রয়েছে অসম্ভব সুন্দর সব হোমস্টে। পাহাড়ের উপত্যকার অসাধারণ সৌন্দর্য। নদীর উপরে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে। বর্ষায় নদীতে জল বাড়লে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে হোমস্টেতে আসতে হয়। খুব বেশি পর্যটকের আনাগোনা এখানে নেই। আবার নদীর কাছে একটি ঝরনাও রয়েছে। বর্ষায় সেটি আরও সুন্দর হয়ে ওঠে। এখানে ঘুরতে এলে কাছাকাছির মধ্যে কবিগুরুর স্মৃতি বিজড়িত গৌরীপুর হাউজ, মংপু ঘুরে আসতে পারেন।