December 4, 2024 2:29 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 4, 2024 2:29 pm

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Top Social Post: 'জওয়ান'-এর হুকস্টেপে মাত জিতুর, দেবকে শুভেচ্ছা অনুপম খেরের, আজকের 'সোশ্যালে সেরা'

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
white microscope on top of black table

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)… প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।

‘আপকো হমারি কসম লৌট আইয়ে’

সাধারণ মানুষ থেকে তারকা অভিনেতা, তিনি সকলের মনের বাদশাহ্। তিনি কিং অফ বলিউড, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। গত ৭ সেপ্টেম্বর তাঁর ২০২৩ সালের দ্বিতীয় ছবি ‘জওয়ান’ মুক্তি পেয়েছে। ছবির প্রিভিউ মুক্তি পেতেই নজর কেড়েছিল ন্যাড়া মাথায় মেট্রোর কামরায় হেমন্ত কুমারের জনপ্রিয় গান ‘বেকরার করকে হমে ইউঁ না যাইয়ে’ গানে নাচের দৃশ্য। তাঁর হুক স্টেপে সেই থেকে মজেছেন অজস্র অনুরাগী। ছবি মুক্তি পাওয়ার পর প্রায় দিন ১৮ কেটে গেলেও, মনে হচ্ছে ‘জওয়ান’ ঝড় এখনও স্তিমিত হয়নি। কারণ এবার সেই গানে একেবারে শাহরুখ খানের আদলেই পা মেলালেন বাঙালি অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নাচের ভিডিও। পরনে সাদার ওপর নীলের বাঁধনি শার্ট, কালো রিপড জিন্স। এই গানে নেচে ভিডিও পোস্ট করলেন, ক্যাপশনে লিখলেন, ‘আপকো হমারি কসম লৌট আইয়ে’। গানের পংক্তি হলেও বিশেষ কাউকে কি ফিরে আসার ইঙ্গিত দিলেন পোস্টের মাধ্যমে? অন্তত কমেন্ট বক্সে তাঁর অনুরাগীদের একাংশ তেমনটাই মনে করছেন। একজন লিখলেন, ‘ফিরে আসবে, চিন্তা করবেন না।’ তবে বেশিরভাগই তাঁর এই নাচের প্রশংসা করেছেন কমেন্টে। ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা।

 


দেবকে শুভেচ্ছা বলিউড তারকা অনুপম খেরের

একটি সোফায় পাশাপাশি বসে রয়েছেন দেব (Dev) ও অনুপম খের (Anupam Kher)। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন খোদ বলিউড অভিনেতা। তবে কি বলিউডে পাড়ি দিচ্ছেন দেব? নাহ। ক্যাপশনে চোখ রাখতেই পরিষ্কার হল সবটা। বিমানবন্দরে দেবের সঙ্গে দেখা হয়েছিল বলিউড অভিনেতার, আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেতা। অনুপম খের এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘ আজ কলকাতা বিমানবন্দরে বাংলার থেকে আমার অন্যতম প্রিয় তারকা দেবের সঙ্গে দেখা হল। ওর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর জন্য শুভেচ্ছা। বাঘাযতীন হিন্দিতেও মুক্তি পাচ্ছে।’

আরও পড়ুন: Top Entertainment News Today: ‘দাদাসাহেব ফালকে’ সম্মান পাচ্ছেন ওয়াহিদা রহমান, দেবকে শুভেচ্ছা অনুপম খেরের, বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

source

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top