Today is the foundation day of Trinamool Chhatra Parishad, Tmc Supremo will give a message in the current situation?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ তৃণমূল ছাত্র পরিষেদের প্রতিষ্ঠা দিবস । আরজি কর কাণ্ডের পরে প্রথমবার এক মঞ্চে মমতা-অভিষেক। ২১ জুলাইয়ের পর ফের মঞ্চে বক্তব্য রাখতে দেখা যাবে অভিষেককে। তবে এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ হিসেবে থাকবেন যুব ছাত্রীরাই। তৃণমূল সূত্রে খবর, মঞ্চে মূলত বক্তব্য রাখতে দেখা যাবে ছাত্রীদেরই। জানা গিয়েছে, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। বক্তব্য রাখার কথা রয়েছে যুব সভানেত্রী সায়নী ঘোষেরও।
আজ মেয়ো রোডে গান্ধিমূর্তির সমাবেশ তৃণমূল ছাত্র পরিষেদর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জমায়েত করবে তৃণমূল ছাত্র পরিষেদের সদস্যরা। সমাবেশের মঞ্চ গত ১৩ বছরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে সাফল্য ও প্রকল্প-পরিষেবা নিয়ে থিমে মুড়ে দেওয়া হচ্ছে। দুটি বাছাই গান গাইবে ‘জয়ী’ ব্যান্ড। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার খবরে উজ্জ্বীবিত গোটা ছাত্র পরিষদ। দুপুর সাড়ে বারোটার মধ্যে সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন মমতা-অভিষেক দুজনেই।
বুধবার প্রকাশিত হচ্ছে একটি বই। প্রায় ১৫০ থেকে ১৮০ পাতার এই বইটির নামকরণ করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সাথী’ নামের এই বইয়ের প্রচ্ছদও এঁকেছেন তিনি। ছাত্রদের ঐতিহাসিক এই প্রয়াসে মমতা একটি লেখাও দিয়েছেন এই বইয়ের জন্য। নেত্রী ছাড়াও বইতে লিখেছেন প্রাক্তন ছাত্র নেতারাও। প্রথম বিভাগে রয়েছে প্রাক্তন সভাপতিদের কলাম। ভূমিকা লিখেছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। রাজ্যের প্রয়াত মন্ত্রী ও একসময়ের ছাত্রনেতা সুব্রত মুখোপাধ্যায়ের ‘আমার দেখা ছাত্র রাজনীতি’ নামক একটি লেখাও থাকছে। ছাত্র পরিষদের ইতিহাস শীর্ষক লেখা রয়েছে কুমুদ ভট্টাচার্যের। লিখেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। দ্বিতীয় বিভাগে রয়েছে স্মৃতিকথা। সেখানে লিখেছেন মিহির গঙ্গোপাধ্যায়, সৌগত রায়, অশোক দেব, মানস ভুঁইয়া, মলয় ঘটক, নির্বেদ রায়, অলক দাশ, মালা রায়, পার্থ ভৌমিক, গৌতম দেব, অরূপ বিশ্বাস-সহ আরও অনেকে।