Malda TMC Student Parishad against the Center over the cancellation of NEET and UGC exams
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
নিট ও ইউজিসির পরীক্ষার বাতিলের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে পথে মালদা টিএমসি ছাত্র পরিষদ।মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বিকালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুল গেটের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। তৃণমূল পরিচালিত বিভিন্ন সংগঠনের শিক্ষক-অশিক্ষক কর্মীরাও এদিন দীর্ঘক্ষন ধরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে নীট পরীক্ষা বাতিল করার বিষয় নিয়েও তীব্র প্রতিবাদ জানান। এমনকি তৃণমূলের শিক্ষক-অশিক্ষক সংগঠন এবং ছাত্র পরিষদের পক্ষ থেকেও ধিক্কার সভা করা হয়।
মালদা জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, গোটা দেশজুড়ে মেডিকেলের এন্টারেন্স পরীক্ষা যে নীট তার দুর্নীতির মানুষ জেনে গিয়েছে। পাশাপাশি ইউজিসির যে নেট পরীক্ষা যার মাধ্যমে কলেজ এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিযুক্ত করা হয়, সেটাও দুর্নীতির কথা বলে অদ্ভুতভাবে বাতিল করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। ২৪ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও খেলছে মোদি সরকার। এদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনেই তৃণমূল ছাত্র পরিষদ এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পরিচালিত শিক্ষক-অশিক্ষক কর্মীদের উপস্থিতিতেই এই বিক্ষোভ সভা করা হয়