Trinamool leader shot indiscriminately in North Dinajpur. One died on the spot.
রাজ্য
মাধব কুমার মন্ডল সাংবাদিক:
উত্তর দিনাজপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলেই মৃত এক। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকরঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ছুটে গিয়েছেন তৃনমুলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।
পয়েন্ট ব্ল্যাক র্যাঞ্জ থেকে গুলি চলেছে বলে দাবি এই তৃণমূল নেতার। জানা যাচ্ছে, মৃত তৃণমূল নেতার নাম বাপি রায় বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদ সাজ্জাদ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কের উপর দুই তৃণমূল নেতা মাদারীপুর এর অবস্থিত একটি হোটেলে বসে ছিলেন।