Kolkata Trinamool leader Ashok Jha arrested for ivory smuggling
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার হাতির দাঁত পাচারের যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা। বিহারের বক্সার থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। ধৃত তৃণমূল নেতা অশোক ঝা কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা। হাতির দাঁত পাচারের অভিযোগে বক্সার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে বিহার পুলিশ।ধৃতদের মধ্যে রয়েছেন শহর কলকাতার ওই তৃণমূল নেতা।
বিহারের বক্সার পুলিশ এবং বনকর্মীদের যৌথ অভিযান চলে। বক্সারের রাহাপুর থানার দেবকুলি গ্রামের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি বড়-বড় হাতির দাঁত। ২০ কেজির বেশি ওজনের ওই হাতির দাঁতের বাজার দর লক্ষ লক্ষ টাকা। এদিকে হাতির দাঁত পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজন গ্রেফতার করে বক্সার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতার তৃণমূল নেতা অশোক কুমার ঝা।
এদিকে, হাতির দাঁত পাচারের অভিযোগে এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার ঘটনায় তুমুল কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।