Kajol Sheikh came to Amartya Sen’s house to improve Birbhum
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বীরভুমের প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরেই রয়েছেন জেলে। তাঁর পরিবর্তেই দায়িত্ব সামলাচ্ছেন কাজল শেখ। এবারের লোকসভা নির্বাচনে সেখানকার দুই আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেসের শাসক দল। সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম নোবেলজয়ী অমর্ত্য সেন। দীর্ঘদিন ধরেই বিশ্বভারতীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। এক্ষেত্রে বিজেপির নেতারা বারবারই তাঁর দিকে আঙুল তুলেছেন বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়। অমর্ত্য সেনও কেন্দ্রের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছেন বহুবার। এরই মধ্যে হঠাৎই অমর্ত্য সেনের কাছে হাজির হলেন তৃণমূলের নেতা কাজল শেখ। বীরভূমের উন্নতির জন্য পরামর্শ চান তিনি। গত কয়েক বছর ধরে বগটুইয়ের মতো কাণ্ডের জন্য বিরভূমের নাম কলুষিত হওয়ার পর অমর্ত্য সেনের কাছে গিয়ে সেই জেলার সুনাম ফেরানোরই প্রচেষ্টা করলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।