November 4, 2024 12:05 am

১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 4, 2024 12:05 am

১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

TMC 21 July Shahid Diwas: একুশের সমাবেশে বন্ধ থাকবে কোন কোন রাস্তা জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Traffic restrictions for 21 july TMC mega event

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার একুশে জুলাইয়ের সমাবেশ । আর তার জন্যই শহরের একাধিক রাজপথে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন যে, শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আজ সাধারণ মানুষের জন্য বন্ধ করা হতে পারে।রবিবার সকাল থেকেই একুশে জুলাইয়ের সমাবেশে যোগদানের জন্য বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেছেন কলকাতায় । ফলে দুপুর ১২টার আগেই বদলে যাচ্ছে শহরের একাধিক রাজপথের গতিপথ । দুপুর ১২ টার পর হাওড়া ব্রিজ সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও, সট্রান্ড রোড, ব্রেবন রোড, বেন্টিং স্ট্রিট, বেঙ্গলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, হেয়ার স্ট্রিট, বউবাজার এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

উল্লেখিত রাস্তাগুলির পাশাপাশি, দ্বিতীয় হুগলী সেতু এবং হেস্টিংস ক্রসিং-এর কাছে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে । এই নিয়ে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আজ ভোর তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় পণ্যবাহী গাড়ির যাতায়াতে নিষেধাজ্ঞ রয়েছে ।

রাস্তা বন্ধ থাকবে :- ধর্মতলা চত্বর, জওহরলাল নেহরু রোডের অংশ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচলে রাশ।গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে যান চলাচল করতে পারে। ধর্মতলার মূল মঞ্চের দিকে যাওয়ার রাস্তা গার্ড রেল, ড্রপ গেট ও সিজার ব্যারিকেড দিয়ে আটকানো থাকবে। থাকছে জায়েন্ট স্ক্রিন।

ওয়ান ওয়ে থাকবে যে সব রাস্তা:- ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ ব্রাবোর্ন রোড, আমহার্স্ট স্ট্রিট।দক্ষিণ থেকে উত্তরে কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, স্ট্র‌্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট, রবীন্দ্র সরণির বি কে পাল থেকে লালবাজার স্ট্রিট, বিধান সরণির কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোডের অংশ।পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড।পূর্ব থেকে পশ্চিমে বি বি গাঙ্গুলি স্ট্রিট।

পার্কিংয়ের বন্দোবস্ত: ভিক্টোরিয়ার কাছে এজেসি বোস রোডের উপর, হসপিটাল রোড, কুইনওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, স্ট্র‌্যান্ড রোড, ব্যান্ড স্ট্যান্ড, ময়দানের বিভিন্ন অংশে, সেন্ট্রাল অ্যাভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, আমহার্স্ট স্ট্রিট, সিআইটি রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top