Sending Tilak to bat is a master stroke. Not only did he score a century, he also ended up unbeaten on 107 runs
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের জার্সিতে দঃ আফ্রিকার বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরানটি পেয়ে গেলেন তিলক বর্মা। স্রেফ শতরান করাই নয়, সেঞ্চুরিয়নের ফাস্ট উইকেটে এই শতরানের গুরুত্ব ঠিক কতটা সেটা কম বেশি সকলেরই জানা। এদিকে স্রেফ শতরান করাই নয়, তিনি শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন ১০৭ রানে। ম্যাচ শেষে তিলক বর্মা জানালেন, তিনি অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে একদিন আগেই আবেদন জানিয়েছিলেন যাতে তাঁকে টপ অর্ডারে একটু ওপরের দিকে ব্যাটিং করতে পাঠানো হয়। অর্থাৎ তিন নম্বরে তাঁকে পাঠানো সিদ্ধান্ত সূর্যকুমাররা নিয়েছিলেন তিলকের ইচ্ছা মতোই। আর সেই মতোই সুযোগ তিনি কাজে লাগিয়ে শতরান করে দলে নিজের জায়গা আরও মজবুত করলেন।