Even if the train is cancelled, the ticket will be refunded to the passengers. But conditional
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ সোমবার ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ থেকে পাওয়া বার্তার পরিপ্রেক্ষিতে আপাতত মৈত্রী এক্সপ্রেস না চালানোর সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সোমবার, ২৯ জুলাইয়েও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। ট্রেন বাতিল করা হলেও, টিকিটের অর্থ ফেরত পাবেন যাত্রীরা। তবে শর্তসাপেক্ষ।
রেলের তরফে ঘোষণা করা হয়েছে, কলকাতার সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলি থেকে। টিকিট হারিয়ে ফেললে, কোনও অর্থ ফেরত দেওয়া হবে না। বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। গত ১৯ জুলাই থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকী ঢাকার মধ্যেও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে কয়েকটি যাত্রিবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। কবে স্বাভাবিক হবে, মৈত্রী এক্সপ্রেস ফের কবে চালু করা হবে, তার ইঙ্গিতও মেলেনি।