Mamata Banerjee and Abhishek Banerjee’s death threat posters. Sensation has spread in Uluberia based on this poster.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি। উলুবেড়িয়ায় হুমকি পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে লেখা, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব। সবাই প্রদীপ জ্বালাবে।” এই পোস্টারের পিছনে কে বা কারা আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে শুধু পোস্টার নয়, ওই পোস্টারে একটি চিঠির উল্লেখ রয়েছে। লেখা হয়েছে, “আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।” সঙ্গে রয়েছে একটি চিঠিও। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচারে যাচ্ছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী। সেই ভোট প্রচার ময়দানে শুক্রবার এই ধরনের পোস্টার ও সঙ্গে চিঠি পাওয়া টা ভালো দেখছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।