Like Virat, Akashdeep was run out in the first innings.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: যেমন বিরাট কোহলি, তেমনই তাঁর শিষ্য আকাশদীপ। মুম্বইয়ের ওয়াঙ্খেডে়তে চলছে তৃতীয় টেস্ট ম্যাচ। সেখানে মোটামুটিভাবে ভারতীয় দলই জাঁকিয়ে বসেছে। বড়সড় অঘটন না ঘটলে ভারতীয় দলই ম্যাচ জিততে চলেছে। এরই মধ্যে অবশ্য আকাশদীপ এমন কাজ করলেন যা দেখে অনেকেই তাঁর সঙ্গে বিরাটের তুলনা টানছেন। এমনিতে প্রথম এবং দ্বিতীয় ইনিংসে নতুন বল হাতে আকাশদীপ ভালো বোলিং করেছেন। দুই দিনই প্রথম উইকেট তুলে নিয়েছিলেন তিনিই। সেই আকাশদীপই বিরাট কোহলির ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন দ্বিতীয় দিনে। আর বিরাট কোহলির মতোই প্রথম ইনিংসে আউট হলেন তিনি। বিরাট ঠিক যেভাবে রানআউট হয়েছিলেন, সেভাবেই আকাশদীপও বিরাটের ব্যাট নিয়ে রানআউট হলেন।