Medical Council expelled 40 medical students
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কল্যাণী মেডিক্যাল কলেজের ৪০জন ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ডের নির্দেশ দিল মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হল থ্রেট কালচারে অভিযুক্ত এই ৪০জনকে সাসপেন্ড করার। আপাতত ৬ মাসের জন্য তাঁরা কলেজ থেকে নির্বাসিত হলেন। ফলে কলেজে তাঁরা যোগ দিতে পারবেন না, পাশাপাশি ক্যাম্পাস, হোস্টেলও ছাড়তে হবে অবিলম্বে। জানিয়ে দিল মেডিক্যাল কাউন্সিল। এছাড়াও প্রাক্তন অধ্যক্ষকেও শাস্তির মুখে পড়তে হচ্ছে। আরজি কর কাণ্ডের আবহে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল রাজ্যের মেডিক্যাল কলেজগুলি থেকে থ্রেট কালচার বিনাশ করা। সেই মর্মেই এই সিদ্ধান্ত নেওয়া হল। ভেঙে দেওয়া হল স্টুডেন্ট ওয়েলফেরায় অ্যাসোশিয়েশন।