The state government got relief from the Supreme Court verdict
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার।একইসঙ্গে লোকসভা ভোটের মধ্যেই কিছুটা যেন হালে পানি পেয়েছে তৃণমূল নেতারা। এতদিন সন্দেশখালি আর নিয়োগ দুর্নীতিকান্ডে প্রায় ২৫৭০০ চাকরি বাতিলে বেশ ব্যাকফুটে চলে গেছিল রাজ্যের শাসক দল। মানুষের সঙ্গে জনসংযোগের ক্ষেত্রে কিছুটা হলেও জড়তা থাকছিল নেতা কর্মীদের বক্তৃতায় এই দুই ঘটনার জেরে। এরই মধ্যে সন্দেশখালিতে স্টিং অপারেশনে পাওয়া ভিডিয়ো সামনে আসতে একটু চাপ কমেছিল তৃণমূলের। এবার দেশের শীর্ষ আদালতের হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ পেতেই অক্সিজেন পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। সরাসরি ২৬০০০ চাকরি বাতিলের পরিবর্তে শুধুই অযোগ্যদের চাকরি বাতিলের পক্ষে রয়েছে দেশের শীর্ষ আদালত, তবে সেক্ষেত্রে এসএসসিকেই চিহ্নিতকরণ করতে হবে যোগ্য প্রার্থীদের। এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশকে সাদরে গ্রহন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে আদালতের রায়ের পর তিনি লিখেছেন , ‘ সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।’