What is the penalty for sharing pictures of rape victims?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সমস্ত সামাজিক মাধ্যম ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্ল্যাটফর্ম গুলি থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসক খুনের ঘটনায় নিহত চিকিৎসকের ছবি ভিডিও ও অন্যান্য বিবরণ মুছে ফেলার নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় এই আদেশ দেন।
আদালতের তরফ থেকে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করতে বাধ্য হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়া ওই ইলেকট্রনিক্স মিডিয়ায় মৃতদেহ উদ্ধারের পর তার পরিচয় ও ছবি প্রকাশ করা হয় সে কারণেই সেই সমস্ত ছবি ও ভিডিও অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। নিহত জিজ্ঞেস নাম ব্যাপকভাবে প্রচার ও প্রকাশের বিষয় চরম অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভারত ন্যায় সংহিতা এর অধীনে আইন সম্পর্কে অবগত থাকার বিষয় মত প্রকাশ করেন বিচারপতিরা।
ধর্ষণের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশের শাস্তি কি?ভারতীয় ন্যায় সংহিতা এর ৭২ নম্বর ধারা অনুসারে, যে কেউ নাম প্রকাশ বা ছবি প্রকাশ করবে বা এমন কোন বিষয়ে যা কোন ব্যক্তির পরিচয় জানাতে পারে, এমন অপরাধ করলে ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮ ধারা অনুসারে মামলা হবে অপরাধী বিরুদ্ধে। অথবা ৬৯,৭০ ও ৭১ নম্বর ধারা অনুসারে অভিযুক্ত হতে পারেন। দু’বছর কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পাশাপাশি জরিমানা করা হতে পারে অভিযুক্ত।