The name of Yogi’s state is changed again, the name of Akbarpur is changing
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বদলে যাচ্ছে উত্তর প্রদেশের আরও এক জায়গার নাম। মুঘল সম্রাট আকবরের নামাঙ্কিত আকবপুরের নাম বদল করছে যোগী আদিত্যনাথের সরকার। লোকসভা ভোটের মধ্যেই উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বদলে যাবে আকবরপুরের নাম। এর আগে অবশ্য মুঘলসরাইসহ একাধিক শহরের নাম বদলে গেছে। এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাইয়ের নাম রাখা হয়েছে দীন দয়াল উপাধ্যায়ের নামে। ফৈজাবাদের নাম ফিরিয়ে আনা হয়েছে রাম জন্মভুমি আযোধ্যায়। আকবরপুরে এক সভায় যোগ দিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কদিন আগেই বলেছেন, আকবপুর উচ্চারণ করতে দ্বিধাবোধ হয়। সবই বদলে যাবে। বিদেশী শক্তির প্রতি দাশত্ব শেষ হওয়ার প্রয়োজন রয়েছে। এরপরই হইচই পড়ে যায়। শোনা যাচ্ছে শুধু আকবরপুরই নয়, আলিগড় এবং গাজিয়াবাদেরও নাম পরিবর্তন করা হবে দ্রুত।