“Attacks on Left activists increased,” says Meenakshi, Salim says it’s a conspiracy
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বামেদের উপর আক্রমণ বাড়লেও এই আন্দোলন থামবে না। জানিয়ে দিলেন DYFI এর রাজ্য নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়।
শুক্রবার একটি কল রেকর্ডিং প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সেখানে শোনা গিয়েছে চিকিৎসকদের আন্দোলনস্থলে হামলা চালানোর হুমকি দিচ্ছেন দুই ব্যক্তি। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি দ্যা হোয়াইট বাংলা। শুক্রবারই সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্য একজন কলতান দাশগুপ্ত। যিনি DYFI-এর শীর্ষ নেতা বলে জানা গিয়েছে। এরপরেই সাংবাদিক বৈঠক করেন মীনাক্ষি মুখোপাধ্যায়।
শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “বাম আন্দোলনের কর্মীদের উপর আক্রমণ আরও বাড়ল। এ লড়াই মানুষের। এ লড়াই থামবে না। কলতান দাশগুপ্তকে যেভাবে পরিকল্পনা করে গ্রেফতার করেছে আমরা বলতে চাইছি ছাত্র, যুব, মহিলাদের জেলে ভরে মেরে পচিয়ে দিলেও এই আন্দোলন থেকে বাম কর্মীরা এক ইঞ্চিও সরবে না। গোটা রাজ্যের মানুষ এই লড়াইতেই থাকবেন।”এর পাশাপাশি RG কর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে তা আরও তীব্রতর করার ডাক দেন মীনাক্ষি। রাজ্যের সব স্তরের মানুষদের ওই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে পুরো ঘটনাটি তৃণমূল, পুলিশ, আইপ্যাক এবং একশ্রেণির মিডিয়ার ষড়যন্ত্র বলে অভিযোগ করলেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর পালটা অভিযোগ, ফোন ট্যাপ করার অধিকার আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের। তাহলে সেই কল রেকর্ডিং কুণাল ঘোষের কাছে কীভাবে গেল সেনিয়েও প্রশ্ন তোলেন সেলিম।