The first derby color of the season is red and yellow
ইস্টবেঙ্গল: ২ মোহনবাগান : ১
নিজস্ব সংবাদদাতা :কলকাতা লিগের ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের। মোহনবাগানের বিরুদ্ধে দাপটের সঙ্গেই খেলল লালহলুদ শিবির। ২-১ গোলে বাগানকে হারাল সায়ন ব্যানার্জিদের দল। মোহনবাগানের হয়ে এক মাত্র গোলটি করেন সুহেল ভাট। লাল হলুদের হয়ে বড় ম্যাচে গোল করেন জেসিন টিকে এবং পিভি বিষ্ণু। দুই ভিনরাজ্যের যুব ফুটবলারই ইস্টবেঙ্গলের জার্সিতে দুরন্ত ছন্দে ছিলেন এদিন। প্রথম দুই ম্যাচে পয়েন্ট নষ্টের পর এবার তৃতীয় ম্যাচেও হারের মুখে দেখে কোণঠাসা অবস্থা সবুজ মেরুন শিবিরের। সেদিক থেকে অনেক ভালো জায়গায় রইলো ইস্টবেঙ্গল দল, তারা নিজের তিন ম্যাচেই ভালো ফল করল। সল্টলেক স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই ছন্দে দেখা যায়নি বাগানকে। বরং অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল ইস্টবেঙ্গল। কলকাতা লীগ জয়ের দৌড়েও বেশ ভালো ভাবেই রইল লাল হলুদ শিবির।