A moving bus caught fire in Thailand, several school students were reported injured and killed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে একটি স্কুল বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। বাসটিতে ৪৪ জন শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন।
বাসটির একটি টায়ায় বিস্ফোরণের পর দুর্ঘটনাটি ঘটে বলে যানা গেছে। বিস্ফোরণের পরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটংতার্ন সিনাওয়াত্রা দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমি এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জেনেছি, যেখানে উথাই থানি প্রদেশের শিক্ষার্থীরা ছিল এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। একজন মা হিসেবে, আমি আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত জানান, এখন পর্যন্ত ২৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বাসটিতে ৩৮ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষক ছিলেন। এখন পর্যন্ত ৩ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। বাকি যারা নিখোঁজ, তাদের বিষয়ে এখনো নিশ্চিতকরে কিছু বলা যাচ্ছে না।
বাসটি উথাই থানি প্রদেশ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সফরে যাচ্ছিল। যাত্রাপথে উত্তর ব্যাংককের একটি মহাসড়কে বাসটির টায়ার বিস্ফোরণ ঘটে এবং সেটি সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা জানান, বাসটি সিএনজি চালিত গ্যাসে চলছিল, যার ফলে দুর্ঘটনায় এর জ্বালানী ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে