Candidates are not Albert Einstein!Board should understand the question on merit Justice Raja Shekhar Manthar.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক
টেট ২০২২ প্রশ্ন ভুলের মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পর্ষদ।প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন ভুল মামলায় পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি রাজা শেখর মান্থা।
মঙ্গলবার মামলার শুনানিতে আরো বেশি সংখ্যক প্রশ্ন ভুল আছে বলে দাবি আবেদনকারী আইনজীবীরা।দুর্নীতি করে কেউ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করবে না ।সুতরাং প্রশ্নের ধরন থাকা প্রয়োজন রয়েছে বলে এদিন মন্তব্য করেছেন বিচারপতি।সবাই অ্যালবার্ট আইনস্টাইন নয়।পর্ষদের উচিত মেরিট বুঝে প্রশ্ন করা মন্তব্য বিচারপতি রাজা শেখর মন্থর।
১৫০ টা প্রশ্নের মধ্যে ২৩ টা প্রশ্ন ভুল ।এক্সপার্ট দের জানতে হবে তাদের মতে এই প্রশ্নের সঠিক উত্তর কি ? প্রতি প্রশ্ন ধরে ধরে বিশেষজ্ঞরা তাদের মতে সঠিক উত্তর জানতে হবে আদালত কে ।আবেদকারীদের কাছে থাকা ভুল প্রশ্নের লিস্ট বোর্ড কে জানানোর নির্দেশ আদালতের ।
পরবর্তী শুনানি।সেই দিন পর্ষদ এর নিয়োজিত এক্সপার্ট দের রিপোর্ট দিয়ে বিতর্কিত প্রশ্ন গুলো র সঠিক উত্তর আদালত কে জানানোর নির্দেশ বিচারপতির ।প্রত্যেক আবেদনকারীর আলদা আলাদা প্রশ্ন ভুল দাবি করতেই পারেন ।প্রত্যেক আবেদনকারীর আবেদন এর ভিত্তিতে সব বিতর্কিত প্রশ্ন এর উত্তর ওই রিপোর্ট আদালতে জানতে হবে পর্ষদ কে।