A Bengal army jawan was killed in a militant attack in Kashmir’s Doda on Monday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার কাশ্মীরের ডোডায় জঙ্গী হামলায় নিহত হলেন বাংলার ২৭ বছরের এক সেনা জওয়ান, নাম ব্রিজেশ থাপা, তিনি ছিলেন দার্জিলিং এর লেবং এর বাসিন্দা, ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত। এই হামলায় আরও চার সেনা জওয়ানের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আরও একজন।
আগামিকাল বাংলার জওয়ানের কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায়। তার পর লেবংয়ের বাড়ি রওনা হবে তাঁর মরদেহ। জওয়ানের মৃত্যুতে শোকতপ্ত পাহাড়।জম্মুতে জঙ্গিদের এই অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, গত তিন বছর ধরে নতুন করে উপত্যকাকে অশান্ত করে তোলার চেষ্টা চলছে।২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর চিনের মোকাবিলা করতে জম্মু থেকে সেনাবাহিনীর বড় অংশকে লাদাখে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সুযোগেই পাকিস্তান থেকে জঙ্গিরা জম্মুতে প্রবেশ করতে শুরু করেছে বলে মনে করছেন বিশেজ্ঞরা। জম্মুতে জঙ্গিরা ক্রমশ তাদের নেটওয়ার্ক বিস্তার করছে বলে মত তাঁদের। এর আগে, নয়ের দশকে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল জম্মুকে। আবারও পরিস্থিতি সেদিকে এগোতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।