Telangana in turmoil over murder and rape of tribal woman
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় উত্তাল তেলেঙ্গানা। বুধবার আসিফাবাদে জেলায় বিক্ষোভ আন্দোলন হিংসাত্মক আকার নেয়।অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৩১ অগস্ট। এদিন তেলেঙ্গানার আসিফাবাদের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় বছর পয়তাল্লিশের এক মহিলাকে। তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর ১লা সেপ্টেম্বর পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
পুলিশ সূত্রে খবর, বিশেষ কাজে মায়ের গ্রাম জৌনুরে গিয়েছিলেন নির্যাতিতা। ফেরার পথে অটোয় ওঠেন। সেই অটোর চালকই তাঁকে ধর্ষণের চেষ্টা করে। তাঁকে মারধর করা হয়। লাঠির আঘাতে জ্ঞান হারান তিনি। সংজ্ঞা হারালে তিনি মারা গিয়েছেন ভেবে তাঁকে রাস্তায় ফেলে পালায় অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা রুজু করা হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে তেলেঙ্গানার রাস্তায় চলে বিক্ষোভ। পথে নামে সাধারণ মানুষ। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দোকানপাট এবং কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ছড়ায় সাম্প্রদায়িক হিংসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। এই হিংসার ঘটনায় তেলঙ্গানা সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এআইএমআইএম নেতা তথা সাংসদ আসাউদ্দিন ওয়াইসি।