Tanmoy Bhattacharya responded to the allegations of harassment of female journalist
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিআইএমের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে বর্ষিয়াণ নেতা তন্ময় ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে রবিবার দুপুরে ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন তন্ময় ভট্টাচার্য। এরই পাল্টা দিলেন তন্ময়বাবু। সিপিআইএমের এই প্রাক্তন বিধায়কের দাবি, যদি সত্যি তিনি মেয়েটির সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন তাহলে সেই সাংবাদিকের ক্যামেরাম্যান সেই ছবি কেন ভিডিয়ো ক্যামেরায় তুলল না। যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে তাহলে সরাসরি কেন পাঁচ মিনিট দূরত্বে থাকা পুলিশ স্টেশনে গিয়ে সেই মহিলা সাংবাদিক অভিযোগ লেখালেন না। এছাড়াও তন্ময় বাবু প্রশ্ন করেছেন মেয়েটির থেকে তাঁর নিজের ওজন অনেক বেশি, সত্যি যদি তিনি মহিলা সাংবাদিকের কোলে বসতেন, তাহলে তো তাঁর অসুস্থ হয়ে পড়ার কথা।