Called the police station and interrogated Tanmoy for three hours
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তন্ময় ভট্টাচার্যকে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হল মহিলা সাংবাদিককে যৌন হেনস্থা করার ঘটনায়। রবিবারই ফেসবুক লাইনে প্রথমে তন্ময় বাবুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন সেই মহিলা সাংবাদিক, এরপর বরানগর থানায় সোমবার সকালে প্রায় ৩ ঘন্টার জন্য জিজ্ঞাসাবাদ করা হয় সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তন্ময়কে। এরপর সন্ধ্যায় সেই তরুণী সাংবাদিককে ডাকা হল বরানগর থানায়। নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হচ্ছে। যদিও পুরো বিষয়টির মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে সিপিআইএম, কারণ কুণাল ঘোষ দেবাংশু ভট্টাচার্যরা ঘটনা প্রকাশ্যে আসার পরই তন্ময়ের গ্রেফতারি চান। তবে সিপিআইএম এতদিন আরজি করের আন্দোলনকে নিজেদের আন্দোলন বানিয়ে ফেলার মরিয়া চেষ্টা করার পর এখন দলের একজন এমন ঘটনায় অভিযুক্ত হওয়ায়, সরাসরি তা অস্বীকার করে তন্ময়কে ক্লিনশিটও দিতে পাচ্ছেন না।