Lessons from the tab scandal, There are total five levels to get tab money.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ট্যাব কেলেঙ্কারি থেকে শিক্ষা নিল সরকার। এবার থেকে ট্যাবের টাকা পেতে মোট পাঁচটি স্তর করা হচ্ছে। অর্থাৎ আগের মতো কেউ চাইলেই পোর্টালে নথিভুক্ত করে আবেদন জানাতে পারবে না। সাধারণত একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্কুলগুলোয় তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাবের জন্য টাকা দেওয়া হয়। স্কুলের তরফে দেওয়ার নামেই এতদিন টাকা দেওয়া হত। কিন্তু ট্যাব কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরই জানা যাচ্ছে স্রেফ স্কুলের তরফে পাঠালেই হবে না। এবার থেকে স্কুলের পাঠানো চেক করবেন ব্লক ইনস্পেক্টররা, ডিস্ট্রিক্ট ইনস্পেকটররা। মোট চারটি পর্যায়ের শেষে তা আসবে বিকাশ ভবনে। তারপর তারাও ছাত্রের নাম ও অ্যাকান্টও তাঁর নামে আছে কিনা খতিয়ে দেখে, ট্যাবের টাকা দেবে।