Ugandan cricketer Nsubuga made a rare record in T20 World Cup.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বিরল রেকর্ড গড়লেন উগান্ডার ক্রিকেটার এনসুবুগা। পাপুয়া নিউ গিনির বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে ইকোনমিকাল বোলিং করলেন আনকোরা এই ক্রিকেটার। উগান্ডাকে ক্রিকেটের ক্ষেত্রে এমনিতে কেউই তেমন ধর্তব্যের মধ্যে রাখেননা, কিন্তু পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে তাঁদের দলেরই বয়স্কতম ক্রিকেটার গড়ে ফেলেলন নয়া রেকর্ড। চার ওভার হাত ঘুড়িয়ে তিনি নিলেন দুটি উইকেট, দিলেন মাত্র ৪ রান। অর্থাৎ ওভার পিছু এক রান, আইসিসি টি২০ বিশ্বকাপের ইতিহাসে যা রেকর্ড। এর আগে এত ইকোনমিকাল বোলিং কোনও বোলারই করতে পারেননি। চার্লস আমিনিকে বোল্ড করার পাশাপাশি পাপুয়া নিউ গিনির ব্যাটার হিরিকে আউট করেন এনসুবুগা। আইসিসির রেকর্ডবুকে তাঁর নাম তোলার দিন বিশ্বকাপে জিতল তাঁর দলও। ৩ উইকেটে পাপুয়া নিউ গিনিকে হারাল উগান্ডা।