There is a reserve day in the T20 World Cup, the new rules are coming
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য রাখা হচ্ছে রিজার্ভ ডে। বৃষ্টি বা প্রাকৃতিক কোনো কারণে যদি ম্যাচ ভেস্তে যায়, সেক্ষেত্রে যাতে দুই দলই পর্যাপ্ত সুযোগ পায়, সেকথা মাথায় রেখেই রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য নক আউটের ক্ষেত্রেই শুধু এই নিয়ম প্রযোজ্য। এছাড়াও আইসিসির বৈঠকে ২০২৪ টি২০ বিশ্বকাপের আয়োজক দুই দেশের খেলার পরিবেশকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থাৎ প্লেয়িং কন্ডিশন দুই দেশেই ঠিক আছে, অর্থাৎ পিচ নিয়ে এবং ভারত পাকিস্তান ম্যাচ হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে যে প্রশ্ন উঠছিল তা উড়িয়ে দিয়েছে আইসিসি। এছাড়াও সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি। যার নাম দেওয়া হয়েছে স্টপ ক্লক। অর্থাৎ একটি ওভার শেষের ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হবে বোলিং সাইডকে। সেটা করতে না পারলে প্রথমে আম্পায়ার দুবার সতর্ক করবে অধিনায়ককে। এরপর তৃতীয়বার ব্যর্থ হলে সরাসরি ৫ রান পেনাল্টি দেওয়া হবে প্রতিপক্ষ দলকে।