Failed Bengal women’s team, T20 champion Mumbai
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ব্যর্থ হল বাংলার মহিলা ক্রিকেট দল। এদিন বিসিসিআইয়ের সিনিয়র মহিলা টি২০ প্রতিযোগিতার ফাইনাল ছিল। সেখানে বাংলার মহিলা ব্রিগেড মুখোমুখি হয়েছিল মুম্বইয়ের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই। ফলে তাঁরা ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল। কিন্তু তাঁরা যে এত ভালো বোলিং করবে সেটা কেউ ভাবেনি। মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে যায় বাংলার মহিলারা । চূড়ান্ত ব্যর্থ হলেন তারকা ব্যাটার রিচা ঘোষ। বাংলার ১১জন ক্রিকেটারের মধ্যে মাত্র ১জন পেরোলেন ২০ রানের গণ্ডি। সেখানে ব্যাট করতে নেমে মাত্র ১২.৩ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনিয় রান সহজেই তুলে নিল মুম্বই ব্রিগেড। অন্যদিকে বাংলা দল আবারও হার্টব্রেকের শিকার হল।