Swastika Mukherjee spoke for the first time about the government’s role in the RG Kar.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি করের ঘটনায় ২৪দিন কাটতে চলল, এখনও ধরা পড়েছে একজন অভিযুক্ত সঞ্জয় রাই। কলকাতা পুলিসের হাত থেকে সিবিআই তদন্তভার পেলেও আর কাউকে গ্রেফতার করতে পারেনি তাঁরা। এই আবহেই রবিবারও ছিল কলকাতায় প্রতিবাদ মিছিল। সেখানে পা মিলিয়ে এবার সরকারের ভূমিকা নিয়েই প্রথমবার মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর মতে এদেশের নির্যাতিতাদেরই হয়রান হতে হয়, সেই কারণেই নিকৃষ্ট মানসিকতার পুরুষরা এমন জঘন্য ঘটনা ঘটানোর সাহস পান। আরজি কর কাণ্ডের পরেও হাওড়াতে রবিবারও জঘন্য ঘটনা ঘটেছে, অর্থাৎ মানুষের মধ্যে এখনও ভয় তৈরি হয়নি বলেই এমন ঘটনা হচ্ছে বলে দাবি করেন স্বস্তিকা মুখার্জি। এদিন অপর্ণা সেন, উষসী চক্রবর্তীদের সঙ্গেই পথে হাঁটেন স্বস্তিকা।