December 6, 2024 3:32 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 6, 2024 3:32 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Swarup Biswas: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটির মানহানি মামলা পরিচালকদের!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The directors filed a defamation case of 23 crores against Swarup Biswas

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরে টলিউডের ৬০ শতাংশ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলে হইচই ফেলেছিলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে নোটিস পাঠান টলিপাড়ার পরিচালকরা।

এবার ২৩৩ জন পরিচালক তাঁর বিরুদ্ধে ২৩ কোটির মানহানি মামলা দায়ের করলেন। একই কথা জানিয়েছেন কমিটির এগজিকিউটিভ বডির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়। স্বরূপ পুজোর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশ ছবির পরিচালক।

সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলাকারীরা। এই নিয়ে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন জানান, পরিচালকরা একজোট হয়ে ব্যক্তিগত স্তরে এই পদক্ষেপ করেছেন। সোমবার কাগজ হাতে পান।

সেই সময়েই সংগঠনের অন্তর্ভুক্ত পরিচালকেরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। কারা আছেন এই তালিকায়? খবর, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ২৩৩ জন পরিচালক মামলা দায়ের করেছেন। এই মামলায় তৃণমূল ঘনিষ্ঠ রাজ চক্রবর্তী-সহ অন্যান্যদের সই ছিল কিনা সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

এবিষয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর থেকে এই মুহূর্তে কোনও উত্তর পাওয়া যায়নি। এই ঘটনার শুরুতে তিনি অবশ্য জানিয়েছিলেন, আইনের পথেই পদক্ষেপ করবেন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top