Opposition Leader Subhendu Adhikari’s position in front of the Raj Bhavan remained unchallenged
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
শুভেন্দু অধিকারীর আবেদনকে মান্যতা দিয়ে রাজভবনের সামনে আগামী ১৪ জুলাই সকাল ১০ টা থেকে ৪ ঘন্টা শান্তিপূর্ণ ধারণা কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
বুধবার রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর তথ্য জানান ঐদিন কর্মসূচিতে রাজ্যের কোন আপত্তি নেই। রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানিয়েছেন, ১৪ জুলাই শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন করতে পারবে শুভেন্দু অধিকারীরা। চার ঘন্টার কর্মসুচিতে কোনরকম শব্দবিধি ভঙ্গ করা যাবে না। কর্মসূচিতে অংশগ্রহণকারী কেউ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবে না। তবে ওই স্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়টি জানার জন্য মামলাটি এদিন খারিজ করে দেন নি বিচারপতি সিনহা। আগামী ২ আগস্ট ফের মামলার শুনানি।
ভোট পরবর্তীতে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির বহু কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। যে কারণে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাজভবনে। কিন্তু পুলিশ রাজভবনের ঢোকার মুখেই শুভেন্দু অধিকারী সহ আক্রান্ত বিজেপি কর্মীদের বাঁধা দেয় বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। যে কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন