The Calcutta High Court allowed Shuvendu to hold a four-hour peaceful sit-in in front of the Raj Bhavan
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অবশেষে রাজভবনের সামনে শুভেন্দুর কর্মসূচির জট কাটলো। আগামী ১৪ জুলাই সকাল ১০ টা থেকে রাজভবনের সামনে চার ঘন্টা শান্তিপূর্ণ ধারণা কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপির কোনও নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না। সর্বাধিক ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধরনায় বসতে চায় বিজেপি। ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। তবে পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা।
বুধবার রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর তথ্য জানান ঐদিন কর্মসূচিতে রাজ্যের কোন আপত্তি নেই। রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে জানিয়েছেন, ১৪ জুলাই শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন করতে পারবে বিজেপি। চার ঘন্টার কর্মসুচিতে কোনরকম শব্দবিধি ভঙ্গ করা যাবে না। কর্মসূচিতে অংশগ্রহণকারী কেউ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবে না। তবে ওই স্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়টি জানার জন্য মামলাটি এদিন খারিজ করে দেন নি বিচারপতি সিনহা। আগামী ২ আগস্ট ফের মামলার শুনানি।