Suvendu alleged that the post mortem of Falakata minor was not done according to the rules.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি করের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় এখনও বিচার মেলেনি। প্রতিবাদ আন্দোলনের ঝড় অব্যাহত। এরই মাঝে ফালাকাটায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিয়ম মেনে ফালাকাটার নাবালিকার ময়নাতদন্ত হয়নি বলে অভিযোগ শুভেন্দুর। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। তিনি বলেন, “ধর্ষকদের রক্ষক এই সরকার। এর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। আমরা শুনেছি পোস্টমর্টেম সঠিক পদ্ধতিতে হয়নি। শিশুকন্যারাও বাদ যাচ্ছে না। জঘন্ন অপরাধ। জানোয়ারদের সঙ্গে তুলনা করাও ভুল হবে।”
নাবালিকা ধর্ষণ ও খুন ঘিরে উত্তপ্ত হয় ফালাকাটা। অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তিকে গাছে বেঁধে গণপিটুনি দেয় গ্রামবাসী। ফালাকাটা থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এনিয়ে শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গেই আইন শৃঙ্খলা তলানিতে। তাই প্রশাসনে ভরসা নেই মানুষের। গ্রামের লোকেরা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন।”শুভেন্দু আরও জানান, “শোকার্ত পরিবারের যেকোনওরকম সাহায্যের প্রয়োজন হলে আমরা পাশে আছি। এমন জঘন্য অপরাধ বারবার কেন ঘটছে, মমতার সরকারের উচিত সিস্টেমে গলদ খুঁজে বের করা।”