Thief slogan to Shuvendu Adhikari,the opposition leader lost his temper and showed his shoes
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নদীয়ায় বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে এবার দেওয়া হল চোর চোর স্লোগান, আর তাতেই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ হেরে যাওয়ার পর থেকেই বঙ্গ বিজেপির একাংশ বেশ ক্ষুব্ধ শুভেন্দু গোষ্ঠির ওপর। কারণ বাংলায় বিজেপির পতনের অন্যতম কারণ হিসেবে অনেকেই তাঁকে দায়ি করেছে। আসলে বিজেপি ২০১৯ এবং ২০২১ সালে লোকসভা এবং বিধানসভায় ব্যাপক সাফল্য পেলেও পরে ক্রমেই কমতে থাকে সেই জনপ্রীয়তা। পঞ্চায়েতের পর সদ্য সমাপ্ত লোকসভা এবং উপনির্বাচনগুলিতেও পরপর হারের মুখ দেখেছে বিজেপি, এবার চাপের মধ্যে পড়ে চোর চোর স্লোগান শুনে মাথা গরম করে ফেললেন শুভেন্দু অধিকারী। নদীয়া গ্রামবাসিদের লক্ষ্য করে জুতো দেখান তিনি। ঘটনাটি ঘটেছে রাণাঘাট দক্ষিণ কেন্দ্রের গাংনাপুর অঞ্চলে।