Maidan officers campaigning for Trinamool in Naihati, angry Shuvendu
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন সামনেই। আর সেখানেই যুযুধান সব গোষ্ঠি ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন। কিন্তু এরই মধ্যে বিতর্ক তৈরি হয়ে সনৎ দের প্রচারকে কেন্দ্র করে। তৃণমুল কংগ্রেসের এই প্রার্থীর হয়ে ভোট চাইতে দেখা গেছে খোদ মোহনবাগান, ইস্টবেঙ্গলের কর্তাদের। আর তা দেখেই চটে লাল শুভেন্দু অধিকারি। তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, এই কাজ মোটেই স্পোর্টসম্যানশিপের পক্ষপাতি নয়। কোনও পার্টির হয়ে সরাসরি কোনও খেলার ক্লাব সমর্থন করতে পারে না। পাশাপাশি রাজ্য ফুটবল সংস্থার তরফেও যে ভিডিয়ো আপলোড করা হয়েছে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।