The junior doctors should not have gone to the meeting with the Chief Minister in Navanna: Suvendu
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এক নয়, একাধিক ভুল করে জুনিয়র ডাক্তাররা, এমনটাই দাবি করলেন বিজেপির বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারি। রবিবার রাজ্যে একের পর এক সভা হওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়েই মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরুটা ভালো হলেও শেষটা মোটেই ভালো হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকে যাওয়া উচিত হয়নি জুনিয়র ডাক্তারদের। পাশাপাশি বিজেপির নবান্ন অভিযানে তাঁদের সামিল না হওয়াও আন্দোলনের ব্যর্থতার একটি কারণ হিসেবে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর মত, অগ্নিমিত্রা পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়দেরও গো ব্যাক স্লোগান দিয়ে নিজেদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে ভুলই করেছে জুনিয়র চিকিৎসকরা।