The Chief Justice kicked out a lawyer in the middle of the hearing
দেশ
আদালত সংবাদদাতা :নিট-ইউজির শুনানি চলাকালীন ব্যাপক ভর্ৎসনার মুখে পড়লেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের ভর্ৎসনার মুখে পড়েন তিনি। মামলাচলাকালীন আরেক আইনজীবীর বক্তব্য রাখার সময় ম্যাথিউজ নেদুমপারা নামের সেই আইনজীবী দাবি করেন তিনি যেহেতু বয়সে বড় তাই তাঁকে বলতে দেওয়া হোক। এরপর আদালতে জোর গলায় কথা বলেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রোষের মুখে পড়েন তিনি। নরেন্দ্র হুডার সওয়ালের সময় এই কাজ করেন ম্যাথিউজ। তখন এক প্রকার বিরক্ত হয়েই প্রধান বিচারপতি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন ম্যাথিউজকে কক্ষ থেকে বের করে দেওয়ার জন্য। এই প্রথম নয়, এর আগেও এই ধরণের আচরণ করতে দেখা গেছে ম্যাথিউজকে। কিন্তু শীর্ষ আদালতের প্রধান বিচারপতি কাউকে কক্ষ থেকে বের করে দিতে বলছেন, এই ঘটনা বেশ বিরল বলা যায়।