Patanjali stopped the production of 14 products after the Supreme Court order
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মিথ্যা বিজ্ঞাপন এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বারবার সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হয়েছে যোগগুরু রামদেব এবং তাঁর সংস্থার ডিরেক্টরকে। এরই মধ্যে যোগগুরু রামদেব জানিয়েছিলেন এই ধরণের ঘটনা আর পরে ঘটবে না। সেই মতো যা করার তিনি করবেন। সুপ্রিম কোর্টে চাপের মুখে পড়ে এবার বেশ কয়েকটি পন্য বন্ধ করে দিল পতঞ্জলি। এর আগে উত্তরাখণ্ড সরকারের তরফে বেশ কয়েকটি পন্য বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হলেও তা মানেনি রামদেবের সংস্থা পতঞ্জলি। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সেই পন্য উৎপাদন এবং সেই পন্য নিয়ে কোনওরকম বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে পতঞ্জলি কর্তৃপক্ষ। উল্লেখ্য মানুষকে প্রতারণা করছে ভুল বিজ্ঞাপনের মাধ্যমে, রামদেবের সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিল আইএমএ, তাতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার। মোট ১৪টি পন্যের লাইসেন্স বাতিল করা হয়েছে।