The Supreme Court on Friday said there was no evidence of brainwashing against Sadhguru
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মগজধোলাই মামলায় বিরাট স্বস্তি পেয়ে গেলেন সদগুরু। তাঁর সংস্থা ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, মাদ্রাজ হাই কোর্ট ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তের যে নির্দেশ দিয়েছিল, সেটা যথাযথ নয়।তাঁর দুই মেয়ের ‘মগজধোলাই’ করেছেন সদগুরু। যার পর মেয়েরা বাড়ি ছেড়ে সদগুরুর তৈরি সংস্থা ঈশা ফাউন্ডেশন আশ্রমে সন্ন্যাসের জীবন বেছে নিয়েছেন। এই অভিযোগে মাদ্রাজ হাই কোর্টে মামলা করেন তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত এক অধ্যাপক। যার পর সদগুরু এবং তাঁর ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট। সেই নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সদগুরু।সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়ে দিল, সদগুরুর বিরুদ্ধে মগজধোলাইয়ের কোনও প্রমাণ নেই। যে দুই মহিলার ‘মগজধোলাই’য়ের অভিযোগ উঠেছে তাঁরা নিজেরাই জানিয়েছেন, স্বেচ্ছায় সদগুরুর আশ্রমে রয়েছেন। ওই দুই মহিলাই প্রাপ্তবয়স্ক।ফলে সদগুরুর সংস্থার বিরুদ্ধে ‘হেবাস কর্পাসে’র যে মামলা দায়ের হয়েছে, সেটাও আর বৈধ নয়।