The next hearing of the RG Kar case will be held in the Supreme Court on Monday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আরজি কর মামলার দ্বিতীয় শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু প্রধান বিচারপতির অসুস্থতার কারণেই পিছিয়ে যায় সেই শুনানি।
শুনানি পিছিয়ে গেলেও বুধবার পথে নামেন হাজার হাজার মানুষ। স্লোগান ওঠে, ‘শুনানি যত পিছবে, মিছিল তত বাড়বে’। এরপরেই বৃহস্পতিবার রাতে জানা যায় যে আগামী সোমবার হতে চলেছে এই মামলার পরবর্তী শুনানি।
আরজি কর কাণ্ড নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলে বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি পার্দিওয়ালা ও বিচারপতি মিশ্রার ডিভিশন বেঞ্চ। বিশেষ করে অভিযোগ দায়ের ও পুলিসের ভূমিকা নিয়ে। আদালতের শুনানিতে উঠে আসে, ক্রাইম সিন নষ্টের চেষ্টা করা হয়েছে। শুনানিতে চাঞ্চল্যকর অভিযোগ সলিসিটর জেনারেলের। একই বিষয়ের উল্লেখ সিবিআই রিপোর্টেও। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা।
এরপরেই পরবর্তীর শুনানির দিন ঘোষণা করা হয় ৫ সেপ্টেম্বর। তবে তার আগেই জানা যায় যে ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার কারণে পিছিয়ে গেল শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানা যায় যে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে এই মামলার পরবর্তী শুনানি।