Supreme Court DA case hearing, Justice Rishikesh Roy Division Bench.
রাজ্য
আদালত সংবাদদাতা:সুপ্রিম কোর্টে ফের DA মামলার শুনানি স্থগিত। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের। DA-র অপেক্ষায় হাজার হাজার সরকারি কর্মচারী। DA মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ৪ মাস পর মামলা উঠেও, ফের শুনানি স্থগিত। কবে DA মামলার ফের শুনানি? এখনও স্পষ্ট নয়।
রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে গত পাঁচ বছরের বেশি সময় ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কখনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কখনো বা পথে-ঘাটে আন্দোলন করে। কোনভাবেই তাদের দীর্ঘদিনের যে দাবি তা পূরণ করছে না রাজ্যের তৃণমূল সরকার বলে অভিযোগ।
স্টেট এডমিনিস্ট্রেটিভ ট্রাইবোনাল থেকে আইনি লড়াই শুরু করেছিল রাজ্য সরকারি কর্মচারীরা। মামলার জল গড়িয়ে যায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশীষ কর গুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা “সরকারের দয়ার দান নয়”মামলা ফিরে যায় স্টেট এডমিট স্টেডি ট্রাইব্যুনালে।
গত ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ রাজ্যের অর্থ দপ্তরকে তিন মাসের সময়সীমা মেনে নিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। রাজ্য সরকারি কর্মচারী সংগঠ ন গুলি তারা ক্যাভিয়েট দাখিল করে।
কত জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ১১ বার এই মামলার শুনানির জন্য উঠলেও তা সম্পূর্ন শুনানি করা হয়নি বিভিন্ন কারণে। বারবার বাসায় ছিল রাজ্য সরকারি কর্মচারীরা হয়তো সুপ্রিম কোর্ট তাদের কথা শুনবেন। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আশাহত হয়েছেন সুপ্রিম কোর্টে।
কর্মরত বহু সরকারি কর্মচারী এই মামলা শুনানি চলাকালীন মারাও গিয়েছেন আবার কোন কোন সরকারি কর্মচারী অবসর নিয়েছেন। কিন্তু আইনের জটিলতায় আজও তাদের প্রাপ্য টাকা সরকারের ঘর থেকে আদায় করে উঠতে পারেনি বলেই মনে করছেন আইনজীবী মহল এর একাংশ।