The YouTube channel of the Supreme Court was hacked
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক। লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপড়েনের মাঝেই ঘটে গেল এই ঘটনা। আপাতত চ্যানেলে রিপল ল্যাবস নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিও আসছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি।
সুপ্রিম কোর্টের এক আধিকারিকও ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। জানানো হয়েছে, শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আইটি টিম বিষয়টি দেখছে। প্রসঙ্গত, দিনকয়েক আগে আর জি কর মামলার লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এবার হ্যাকারদের কবলে পড়ল শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল। সাইবার নিরাপত্তায় বড়সড় গলদ হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। হ্যাক হওয়া চ্যানেলে ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি’স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ শীর্ষক একটি ভিডিও সম্প্রচার করা হচ্ছে। কেউ আবার ইউটিউব পেজে ক্লিক করতেই অন্য কোনও ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছেন।