Yogi government’s big blow on madrasa education, Supreme Court rejects High Court’s order
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মাদ্রাসা শিক্ষা নিয়ে বড় রায় দিল শীর্ষ আদালত। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা তহবিল নিয়ে আগেই এলাহাবাদ হাইকোর্টে মামলা রুজু হয়েছিল। সেই তহবিল খারিজ করার দাবিও উঠেছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই প্রশ্ন তুলেছিলেন মাদ্রাসা শিক্ষার তহবিল নিয়ে। এরপরই সেই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত অবশ্য মাদ্রাসা শিক্ষার বৈধতা মেনে নিল। এবং যে রায় দিল, তাতে বেশ ধাক্কাই খেল যোগীর সরকার। এর আগে ইলাহাবাদ হাইকোর্ট উত্তর প্রদেশের মাদ্রাশা শিক্ষা আইনকে বাতিল করে দিয়েছিল। কিন্তু সেই নির্দেশই এবার শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল। শীর্ষ আদালত স্পষ্ট করেই জানিয়ে দেয় মাদ্রাসা আইন সাংবিধানিক পরিসরের তৈরি, তাই তা অবৈধ নয়। ফলে সেরাজ্যে মাদ্রাসা শিক্ষা চলতে আর কোনও বাধা রইল না।