The state government under the pressure of the Supreme Court, Petition pair case dismissed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রেশন দুর্নীতি এবং সন্দেশখালি যৌন নির্যাতনকাণ্ডে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য। এদিন ছিল শুনানি, কিন্তু তাঁদের সেই আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত। বহাল থাকছে কলকাতা আদালতের নির্দেশই। রাজ্যের দাবি ছিল, হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হোক কারণ রেশন দুর্নীতি মামলা শেষ কয়েকবছর ধরে রাজ্য পুলিশ তদন্ত করে আসছে, সেখানে নতুন কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হলে তদন্ত বাধা প্রাপ্ত হতে পারে গতিও কমতে পারে, এদিকে সন্দেশখালি যৌন নির্যাতন মামলায় সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের যুক্তি ছিল আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, এক্ষেত্রে সিবিআই তদন্ত দিতে রাজ্যের ক্ষমতা হ্রায় পাচ্ছে। যদিও সেই যুক্তি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।