Mohun Bagan supporters protested the RG Kar case with Tifo and demanded the strictest punishment for the culprits.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে দু সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ধরা পড়েছে একজন। গোটা রাজ্য জুড়ে এখনও সেই ঘটনার প্রতিবাদ চলছে। এরই মধ্যে ডার্বি বাতিল হয়েছিল কলকাতায়। এরপর ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে টিফো নিয়ে মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছিল পুলিশের তরফে। যদিও আদালতের অনুমতি নিয়ে মোহনবাগান সমর্থকদের একাংশ টিফো নিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করলেন এবং দোষির কঠোরতম শাস্তির দাবি জানালেন। তাঁদের দাবিকে সমর্থন করলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোসও। সেমিফাইনাল ম্যাচ শেষে আরজি করের ঘটনায় প্রতিবাদ জানালেন বাগান অধিনায়ক, দোষির শাস্তির দাবি করলেন তিনি।