Sunil Gavaskar directly points the finger at Gautam Gambhir’s coaching staff
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: গৌতম গম্ভীরকে নাম না করেই কার্যত এক হাত নিলেন সুনীল গাভাসকর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের লজ্জাজনক হারের পর সব জায়গায় সমালোচিত হচ্ছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে সুনীল গাভাসকর সরাসরি গৌতম গম্ভীররে কোচিং স্টাফের দিকেই আঙুল তুলছেন, যাদেরকে খোদ গম্ভীরই দায়িত্ব নিয়ে দলের কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত করেছিলেন। সুনীল গাভাসকর বলছেন, গৌতম গম্ভীরের উচিত অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলকে নিজে কোচিং করানো। অভিষেক নায়ার বা রায়ান টেন দুশখাতে কি কাজ করে দলে তিনি জানেন না। ফলে ভারতীয় দলের কোচিং স্টাফ হিসেবে তাঁদের থেকে গম্ভীর খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা অনেক বেশি। তাই সেকথা মাথায় রেখেই গম্ভীরের নিজেরই দায়িত্ব নেওয়া উচিত অস্ট্রেলিয়া সফরে।