Sukant Mazumdar’s Trinamool attack on post-poll violence
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার তৃণমূল কংগ্রেসকে ফের একবার একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির প্রচুর কর্মি ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হলেও তাঁদেরকে রাজভবনে দেখা করতে বাধা দিয়েছে পুলিশ, ফলে রাজভবনের বাইরে এসে আক্রান্তদের সঙ্গে দেখা করতে হয়েছে রাজ্যপালকে। এই নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল। এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, ‘রাজ্য সরকারের জন্য গণতন্ত্রের মাথা হেট হয়ে গেছে। যে কর্মিরা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তাঁদেরকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাঁদের নিরাপত্তা দিতে চান না? তিনি কি চান এই কর্মিরা যাতে আত্মহত্যা করেন? তাহলে সেটা তিনি বলে দিতে পারেন’।